October 7, 2025, 10:03 am
  • Shikkha-Shapta-Banar
নিশিন্দারা ফকির উদ্দিন স্কুল ও কলেজ,বগুড়া ইআইআইএনঃ স্কুল ও কলেজ (জেনারেল) :119259, কলেজ (বিএমটি) : 20079

খেলাধূলা ও সাংস্কৃতিক কার্যক্রম :

প্রতিষ্ঠানটিতে বিশাল আয়তনের খেলার মাঠসহ ছাত্র-ছাত্রীদের খেলাধূলার বিভিন্ন সরঞ্জামাদী রয়েছে। প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ, সরকারী ও বেসরকারী বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে মাদক বিরোধী মনোভাব তৈরি করে ক্রীড়ামূখি মানসিকতায় গড়ে তোলার বিষয়ে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ সর্বদায় উৎসাহ প্রদান করে থাকে।

পাশাপাশি শিক্ষার্থীদের সৃজনশীল মানষিকতার অধিকারী  হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নিয়োগকৃত সংগীত,  নৃত্য ও চারুকলা বিষয়ের প্রশিক্ষক দ্বারা নিয়মিত নাচ, গান, আবৃত্তি ও চিত্রাঙ্কন শেখানো হয়। এছাড়াও সরকার ঘোষিত বিভিন্ন জাতীয় দিবসসমূহ উদযাপনে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনসহ প্রতিভাবান শিক্ষার্থীদের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য প্রেরণ করা হয়ে থাকে।